• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘আবার নতুনভাবে শুরু করেছি’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। নামটা অনেক দর্শকের কাছেই পরিচিত। চলচ্চিত্রে তার কাজের শুরুটা হয়েছিল ২০০৫ সালে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ভন্ড নেতা’ ছবির মাধ্যমে ঢালিউডে কাজ শুরু করেন তিনি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আর এতে শাকিবার নায়ক হিসেবে অভিনয় করেন আমিন খান। এরপর তার অভিনীত ‘বাঁচাও দেশ’, ‘ মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্র্ধর্ষ’, ‘বস্তির  ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ প্রায় ৪০টি ছবি মুক্তি পায়।

এরপর লম্বা বিরতি। হঠাৎ করেই বড় পর্দার কাজ থেকে বিরতি নেন শাকিবা। তবে সেই বিরতি কাটিয়ে আবার কাজ শুরু করেছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, এরইমধ্যে আমি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছি। মাঝে দীর্ঘদিন কাজ না করলেও আবার নতুনভাবে শুরু করেছি। ‘রোহিঙ্গা’ ছবির পর গত জুলাই মাস থেকে ‘তোলপাড়’ নামে নতুন সিনেমার কাজ করছি। এ ছবির গল্পটি দারুণ। এতে দর্শক আমাকে ভিন্ন লুকে দেখতে পাবেন। এরইমধ্যে ছবির দৃশ্যধারণের সব কাজ প্রায় শেষ। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এতে শাকিবার বিপরীতে অভিনয় করছেন সনি রহমান। শাকিবা আরো বলেন, নতুন এ ছবিতে কাজ করে ভালো লাগছে। এতে রোমান্টিক দৃশ্য থাকলেও অ্যাকশন গল্পনির্ভর ছবি এটি। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এদিকে মাঝে কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গে ‘সুরমাই’ নামে একটি ছবিতে কাজের বিষয়ে মিটিং করেন শাকিবা। এ ছবির কাজ এখনো শুরু হয়নি। এছাড়া কলকাতার আশিষ ঘোষ এবং পরিজাত বোসের সঙ্গেও আলাপ হয়েছে এই ঢালিউড অভিনেত্রীর। এসব কাজের বাইরে নতুন আরেকটি দেশীয় সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, আহমেদ ইলিয়াস ভুঁইয়ার পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করবো। এরইমধ্যে এ বিষয়ে মিটিং হয়েছে। সব ঠিক থাকলে খুব শিগগির ছবির মহরত হবে। এতে সনি রহমান আমার বিপরীতে কাজ করবেন। এছাড়া আরো একজন হিরো এতে থাকার কথা রয়েছে। কিছুদিনের মধ্যে সবকিছু চুড়ান্ত হবে। এরপর শুরু হবে শুটিংয়ের কাজ। এছাড়া মাঝে নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করেছি। এতে আমাকে একজন টিভি সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। এরইমধ্যে ছবির ডাবিং করেছি। এই তো। আশা করি, সামনে ভালো কিছু কাজ দর্শকরা দেখতে পাবেন। একসময় চলচ্চিত্র ছিল শাকিবার দ্বিতীয় পরিবার। শাকিব খান, আমিন খানসহ অনেকের সঙ্গে তার কাজ হয়েছে। এই অভিনেত্রী আজকের আলাপনে সবশেষে বলেন, শুধু কলকাতা না, ভালো গল্পের ছবি পেলে ঢালিউডেও নিয়মিত কাজ করতে চাই। এদিকে নিজের ওজন কমানোর জন্য দৈনিক ৫-৬ ঘণ্টা ব্যায়ামও করছেন শাকিবা। শুধু বড় না, ছোট পর্দাতেও মাঝে কাজ করেছেন তিনি। গত ঈদে সাজিন আহমেদ বাবুর ‘চলো না ঘুরে আসি’ নামের টেলিছবিতে দেখা গেছে তাকে। নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারও হয়েছে। শাকিবার অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি ‘নমুনা’তে কাজ করলেও এটি এখনও মুক্তি পায়নি। এনামুল করিম নির্ঝর পরিচালিত এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। শাকিবা সবশেষে জানান, ছোট নয়, বড় পর্দাতেই নিয়মিত কাজ করতে চান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ