• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘এখন ফলাফলের অপেক্ষা’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

এ বি এম সুমন। জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানা সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। আর এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখোমুখি হয়েছেন তিনি—

কেমন আছেন?

ভালো।

মাসুদ রানার জন্য প্রস্তুতি কেমন চলছে?

মার্শাল আর্ট প্র্যাকটিস করছি, নিয়মিত জিম করছি। আমাদের কয়েকজনকে প্রস্তুত করছে জাজ মাল্টিমিডিয়া। আমাদের ট্রেনিং করাচ্ছেন খশরু পারভেজ রুনি। আমরা প্রস্তুতি নিচ্ছি, কারণ আমি এর আগে অডিশন দিয়েছি মাসুদ রানা চরিত্রের জন্য। যদি আমাদের এ ছবির জন্য চূড়ান্ত করা হয় সেক্ষেত্রে বেশি সময় পাওয়া যাবে না প্রস্তুতির জন্য। মাসুদ রানার মতো চরিত্রে কাজ করতে হলে অনেক বেশি প্রিপারেশন প্রয়োজন। তাই প্রাথমিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি।

প্র্যাকটিস কেমন চলছে?

আমার বাসা মোহাম্মদপুর। সেখান থেকে শান্তিনগরে সপ্তাহে ৬ দিন যাতায়াত করছি প্রশিক্ষণের জন্য। মূলত যখন থেকে আমাকে বললো, এটার অডিশন দিতে পারবো তখন থেকেই আমি অনেক বছর পর মার্শাল আর্ট প্র্যাকটিস শুরু করলাম। মাঝে ওয়ার্কআউট করা ছেড়ে দিয়েছিলাম। ইন্ডাস্ট্রিতে যেটা হয়, ওয়ার্কআউট খুব একটা পছন্দ করে না। ফলে ওই জায়গা থেকে আমি সরে এসেছিলাম। পরে এটার প্রিপারেশনের জন্য সাড়ে ৭ কেজি ওজন কমালাম। অডিশন দেওয়ার জন্য একজন মার্শাল আর্ট প্রশিক্ষকও রেখেছিলাম।

এ রকম একটি সিনেমায় কাজের আগ্রহ আগে থেকেই ছিল?

অনেক আগে থেকেই বলতাম, যদি কখনো মাসুদ রানা সিরিজ হয় তাহলে যেন অডিশনের সুযোগ পাই। আমি সবসময়ই মাসুদ রানা হতে চেয়েছি। ভেবেছিলাম, বাংলাদেশ যদি কোনোদিন এ রকম সিনেমা বানায় তাহলে অডিশন দেবো। অবশেষে অডিশন দিলাম। এখন ফলাফলের অপেক্ষায় আছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ