• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চুলের খুশকি সারাবে কফির হেয়ার মাস্ক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১  

কফি শুধু যে শরীর মনকে তরতাজা করে তা না। স্বাস্থ্যজ্জ্বল চুলের পিছনেও কফির ভূমিকা রয়েছে। শুনতে অবাক মনে হলেও কফি দিয়ে বানানো হেয়ার প্যাক চুল থেকে খুশকি দূর করতে পারে।

খুশকি চুলকে অস্বাস্থ্যকর করে তোলে। তেমনি দেখতেও খারাপ লাগে। খুশকির জন্য চুল হয়ে পড়ে ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত। সেক্ষেত্রে কফি দিয়ে বানানো হেয়ার প্যাক চুলের খুশকি দূর করতে দারুণ কাজ করে। মাথার স্কাল্প ওয়েলি বা ড্রাই যেকোন প্রকার হলেই চুলে খুশকি হতে পারে। কফিতে এমন কিছু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা চুলকে খুশকিমুক্ত করতে পারে।

ফার্মাটিউটর জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, কফি মাথার স্কাল্প থেকে ব্যাকটেরিয়া দূর করে এক্সফলিয়েট করে, মাথার ত্বককে পরিষ্কার রাখে। চুলের বৃদ্ধিতেও কফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পিএইচ লেভেল ঠিক রাখতে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে কফি।

কফি দিয়ে তৈরি হেয়ার প্যাক চুলের গোড়াকে শক্তিশালী করে এবং খুশকি সারাতে সাহায্য করে। কফির যে এক্সফ্লয়েটিং ক্ষমতা আছে তা স্ক্যাল্পকে ডিটক্সিফাই করে। মোট কথা চুলের স্বাস্থ্য ভালো রাখে।

কফি মাস্ক বানাতে যা প্রয়োজন:

পাউডার কফি

১ চা চামচ নারিকেল তেল। এর পরিবর্তে মধু ও অলিভ ওয়েলও ব্যবহার করতে পারেন।

কফি হেয়ার মাস্ক বানানোর প্রক্রিয়া:

নারিকেল তেল হালকা গরম করে নিন। এরমধ্যে কফি পাউডার মেশান। মধু আর অলিভ ওয়েল মেশাতে চাইলে এগুলোও ভালোভাবে কফি পাউডারের সাথে মিশিয়ে নিন। দুই মিনিট উপাদানগুলো ভালোভাবে মেশান।

চুলে এই কফির মাস্ক ভালোভাবে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। আধা ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ভালোভাবে শ্যাম্পু করে ফেলুন। খুশকি থেকে মুক্তি পেতে সপ্তাহে অন্তত একদিন এই মাস্ক ব্যবহার করুন।

খুশকি দূরের পাশাপাশি আপনার চুলের পুষ্টি জোগাবে এই হেয়ার মাস্ক। সেই সাথে ময়েশ্চারাইজারেরও কাজ করবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ