• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অভিভাবক ধূমপায়ী হলে সন্তানদের আসক্ত হবার শঙ্কা ৪ গুণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

অভিভাবক ধূমপায়ী হলে তাদের সন্তানদের ধূমপানের আসক্ত হবার শঙ্কা চারগুণ বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। চিকিৎসকরা তাই বাবা-মা এবং অন্যান্য কেয়ারগিভারদের ধূমপান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে যুক্তরাজ্য সরকারের দ্য বেটার হেলথ স্মোকিং ক্যাম্পেইনের নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, যেসব কিশোর-কিশোরীদের বাবা-মা ধূমপায়ী, তাদের ধূমপানে আসক্তের হার ৪.৯০ শতাংশ। বিপরীতে যাদের অভিভাবক অধূমপায়ী, তাদের ধূমপানে আসক্তের হার ১.২০ শতাংশ। এ গবেষণায় কিশোর-তরুণদের জীবনে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের প্রভাব তুলে ধরা হয়।

এনএইচএস অনুমোদিত নতুন একটি সিনেমাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ধূমপান গ্রহণের মধ্যে যোগসূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। সিনেমায় জিপি ডা. নীলঘাত আরিফ এবং শিশু মনোবিজ্ঞানী ডা. বেটিনা হোহেনেন নতুন বছরে অভিভাবকদের ধূমপান ত্যাগ করার শপথ নেয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য মন্ত্রী ম্যাগি থ্রুপ বলেন, এই গবেষণাটি অভিভাবকদের ধূমপান ত্যাগে আলাদা উৎসাহ জোগাবে। যেহেতু ধূমপানের স্বভাব আন্তঃপ্রজন্মের সাথে সম্পর্কিত, তাই আমি আশা করছি সন্তানদের কথা চিন্তা করে অনেকেই এ বছর ধূমপান ছেড়ে দেবেন।

তিনি আরও জানান, যেসব অভিভাবক, কেয়ারগিভার বা অন্যান্য যারা ধূমপান ছাড়তে চাইবেন তাদেরকে ফেসবুক সাহায্য, এনএইচএস কুইট স্মোকিং অ্যাপ, ইমেইল এবং টেক্সটের এবং ব্যক্তিগত ধূমপান ত্যাগ পরিকল্পনার মাধ্যমে সাহায্য দেয়া হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ