• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বালিশের নিচে যেসব জিনিস না রাখাই ভালো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

আমরা অনেকেই বালিশের নিচে নানারকম জিনিস রাখি। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা করেই বিপদ ডাকছেন সংসারে।

প্রথমেই বলব বালিশের নিচে বই রাখা একদম উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, বালিশের নিচে বই থাকলে মানসিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যা ঘুমের প্রচুর ব্যাঘাত ঘটাতে পারে। ফলে মানসিক অশান্তির সৃষ্টি হয়।

ছুরি, কাঁচি, সুচ বা কোনো ধারালো জিনিস বা অস্ত্র বালিশের নিচে রাখা ঠিক নয়। এ সব জিনিস মনকে বিব্রত করতে পারে বা অনেক সময় মনে হিংসার ভাব সৃষ্টি করতে পারে। তাই এগুলো বালিশের নিচে রাখা একদমই ভাল না।

কোনোরকম যন্ত্রপাতি বা ভাঙাচোরা কোনও জিনিস অথবা ব্যায়াম করার জিনিস বিছানার নিচে না রাখাই ভালো। এর ফলে পরিবারের মানুষজনদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। তাই ভুলেও বালিশের নিচে এসব রাখবেন না।

বিছানার নিচে ঝাঁটা, ঝাড়ু রাখা খুব অশুভ বলে মানা করা হয়। ঝাঁটা বা ঝাড়ু বিছানার নিচে রাখলে জীবনে কোনও না কোনও ভাবে দারিদ্র নেমে আসে। তাই ঝাড়ু বিছানার থেকে দূরেই রাখুন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ