• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হাত থেকে মেহেদির রঙ তোলা নিয়ে দুশ্চিন্তা আর না

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে মেহেদির রঙে হাত সাজিয়ে তোলেন নারীরা। তবে কিছুদিন পর মেহেদির রঙ হালকা হতে শুরু করে। যা হাত ও নখের সৌন্দর্য নষ্ট করে বলে দাবি নারীদের। সে সময় মেহেদির রঙ তুলে ফেলার চেষ্টা করলেও তা অনেকের জন্য বিড়ম্বনা সৃষ্টি করে।

তবে চাইলেই হাত বা নখ থেকে খুব সহজে মেহেদির রঙ দূর করতে পারেন ঘরোয়া কিছু উপায়ে, তাও আবার খুব দ্রুত সময়ে।

জেনে নিন মেহেদির রঙ তোলার সহজ কয়েকটি উপায়:

(১) লেবুর পানি: লেবু ও চিনির পানি যেমন কাঁচা মেহেদির রঙ গাঢ় করতে সাহায্য করে, তেমনই ফিকে হওয়া মেহেদি তুলে ফেলতে শুধুমাত্র লেবুর পানি যথেস্ট। এক্ষেত্রে এক বালতি হালকা গরম পানিতে ৬ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। তারপর লেবুর পানি দিয়ে হাত ধুতে থাকুন। এই ভাবে ফিকে হওয়ে যাওয়া মেহেদির রঙ আস্তে আস্তে উঠে যাবে।

(২) টুথপেস্ট: ফিকে মেহেদির রঙ তুলতে টুথপেস্ট খুবই কার্যকরী ভূমিকা পালন করে। মেহেদির রঙ হালকা করতে হাতের তালুতে টুথপেস্টের পাতলা স্তর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এইভাবেও খুব দ্রুত হাত থেকে মেহেদি উঠে যাবে।

(৩) বেকিং সোডা; বেকিং সোডা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট। সম পরিমাণ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে পাঁচ মিনিট হাতে লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মেহেদির রঙ হালকা হয়ে যাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ