• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারতের ত্রাণ এবার পাবেন কক্সবাজারের স্থানীয়রাও

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য প্রতিবেশী ভারত যেসব ত্রাণসামগ্রী ও রসদপত্র পাঠাচ্ছে, তার চতুর্থ দফার কনসাইনমেন্ট সোমবার (২৪ ডিসেম্বর) কক্সবাজারে পৌঁছেছে। এই দফায় ভারত থেকে যেসব ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে, তা এরইমধ্যে শরণার্থী শিবিরগুলোর রোহিঙ্গাদের মধ্যে বণ্টন শুরু হয়েছে। এছাড়াও এই ত্রাণের কিছু অংশ বিলি করা হবে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানিয়েছেন, ‘কক্সবাজারে রোহিঙ্গাদের ঢল নামার ফলে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের জীবনও ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে। একারণে শীত মৌসুমে তাদেরকেও আমরা কিছুটা সাহায্য করতে চাই।

ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে এবারে যেসব ত্রাণসামগ্রী বণ্টন করা হচ্ছে, সেগুলোও পাঠানো হয়েছে মূলত শীতের কথা মাথায় রেখেই।

এই দফার ত্রাণসামগ্রীতে আরও অন্যান্য শুকনো খাবারের সঙ্গে অন্তত সোয়া দু’লাখ কম্বল ও দু’লাখেরও বেশি পশমি সোয়েটার থাকছে।

সেই সঙ্গেই শরণার্থী শিবির ও তার আশেপাশের এলাকাগুলো আরও ভালোভাবে আলোকিত রাখার জন্য সৌরশক্তিচালিত পাঁচশো স্ট্রিট লাইটও পাঠানো হয়েছে।

বাংলাদেশ ভারতের এই সাহায্যকে যদিও স্বীকৃতি দিচ্ছে, রোহিঙ্গা ইস্যুতে তারা যে ভারতের কাছ থেকে ‘আরও বেশি সমর্থন’ প্রত্যাশা করে তা কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই স্পষ্ট করে দিয়েছেন।

ভারত থেকে সম্প্রতি সাংবাদিকদের একটি প্রতিনিধিদল বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে সে দেশে সফর করেছেন। ওই প্রতিনিধিদলের সদস্য এক সাংবাদিক জানিয়েছেন, ‘শেখ হাসিনা আমাদের এমনটাও বুঝিয়ে দিয়েছেন ভারতের আর একটু বেশি সমর্থন পেলে তারা রোহিঙ্গা সঙ্কট আরও ভালোভাবে সামলাতে পারতেন এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়াও হয়তো এত দিনে শুরু করে দিতে পারতেন।’

প্রধানমন্ত্রী হাসিনার এই মনোভাবের কথা দিল্লিরও অজানা নয়। দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, ‘মিয়ানমারের উত্তর রাখাইন থেকে যারা আশ্রয়চ্যুত হয়েছেন, তাদের ফিরিয়ে আনতে উপযুক্ত পরিবেশ তৈরিতে ভারত অনেকদিন ধরেই মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ