• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিশেষ ব্যবস্থায় সাড়ে ১৭৯ টন অক্সিজেন আমদানি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ জুলাই ২০২১  

ঈদুল আজহা উপলক্ষে সবকিছু বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় ভারত থেকে বাংলাদেশে ১৭৯ টন ৫০০ কেজি অক্সিজেন আমদানি করা হয়েছে। চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা জরুরি হওয়ায় বুধবার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে এ অক্সিজেন আমদানি হয়। 

তিন আমদানিকারক নয়টি ট্যাঙ্কারে এ অক্সিজেন আমদানি করে। আমদানিকারকেরা হলো- বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন।

এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদে ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেন আমদানি ব্যবস্থা সচল রাখতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক(ট্রাফিক) সঞ্জয় বাড়ই জানান, মঙ্গলবার থেকে চারদিনের ঈদের ছুটি শুরু হয়েছে। তবে দেশে করোনা পরিস্থিতির কারণে জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর। অক্সিজেনের চালান গ্রহণের জন্য ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, অক্সিজেনবাহী ট্যাঙ্ক বেনাপোল বন্দরে পৌঁছানো মাত্র দ্রুত কাগজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। ঈদ ছুটির মধ্যে অক্সিজেসহ জরুরি সামগ্রী আমদানিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় কাস্টমস সব সময় প্রস্তুত রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ