• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ডিজিটাল দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই: মোস্তাফা জব্বার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল কানেক্টিভিটি আগামী দিনের সভ্যতা উন্নয়নের বাহন। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও আইওটিসহ ভবিষ্যতে ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতা অর্জন করার কোনো বিকল্প নেই। 

শনিবার রাতে রাজধানীতে ‘রোটারি ক্লাব অব আনন্দধারা, ঢাকার’ উদ্যোগে সপ্তম চাটার্ড দিবস পালন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য-সমাজ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে বেড়ে উঠতে হবে। এজন্য ডিজিটাল দক্ষতা সৃষ্টির আন্দোলন গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি রোটারিয়ানদের এগিয়ে আসতে হবে। 

তিনি আরো বলেন, সেবা হচ্ছে মানবতার ধর্ম। সেবা করার চেয়ে বেশি প্রশান্তি আর হতে পারে না। সেবার মাধ্যমে অসহায় মানুষের জীবন বদলে দেওয়া এখনকার পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ ও মহৎ একটি কাজ।

রোটারিয়ান তারেক বোখারির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকি, টিআইএম নুরুল কবির, সাকিনা রহমান, এফএম আলমগীর, রুবায়েত হোসেন ও ফরিদ আলম নিউটন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ