• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কচুয়ায় দুই কলেজ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ ঝরল সড়কে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

চাঁদপুরের কচুয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া নামক স্থানে বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা ৩ যাত্রীর প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন ও রিফাত নামে দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মজুমদার নামের একজন মারা যান। আহত অপর দুজনের মধ্যে ইব্রাহিম নামের একজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সিএনজিচালিত অটোরিকশার চালক মনির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায়  উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন কলেজ শিক্ষার্থী রয়েছেন বলে জানান তিনি। 

এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে চাঁদপুর সদরের ময়ামায়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ