• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পায়ুপথে ১০ লাখ টাকার হেরোইন !

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

নাটোরের বাগাতিপাড়ায় অভিনব কায়দায় স্কচটেপ পেঁচিয়ে পায়ুপথে ৯৬ গ্রাম হেরোইন বহন করার সময় ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া এসব হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা।

রোববার দুপুর ১২টার দিকে র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। গ্রেফতার ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাবের একটি দল নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালায়। অভিযানকালে উপজেলা পরিষদ চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ইব্রাহিমকে আটক করে। এ সময় তার এলোমেলো কথাবার্তায় র‌্যাব সদস্যদের আরও সন্দেহ হয়। 

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে তার পায়ুপথ থেকে ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য দশ লাখ টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে বাগাতিপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ