• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কুমিল্লা-ফরিদপুর বিভাগের নাম চুড়ান্ত করলেন প্রধানমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা এবং ফরিদপুর বিভাগের নাম হবে পদ্মা।

মঙ্গলবার সকালে, একনেক সভায় এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।

এছাড়া সভায় ৭ হাজার ৭ শ ৪৮ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একই সাথে দেশের ৫টি মেডিক্যাল কলেজে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করতে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। 

পরিকল্পনামন্ত্রী বলেন, আজ প্রকল্পগুলোর মধ্যে মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৮২ কোটি ২৮ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩ হাজার ৬১০ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ১৫৩ কোটি ৮১ লাখ টাকা। করোনার নতুন ধরন ওমিক্রন উদ্বেগ তৈরি করেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এর আগে, গত ২১শে অক্টোবর পদ্মা ও মেঘনার নামে দুটি বিভাগ হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কুমিল্লা নাম দেয়া হবে না। কারণ, কুমিল্লার নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। ফরিদপুর বিভাগ হবে পদ্মার নামে। আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ