• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার সরকারি কর্মকর্তারাও যেতে পারবেন শান্তি মিশনে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

জাতিসংঘ বা সংশ্লিষ্ট দেশ চাহিদা দিলে সেসব দেশে সরকারি কর্মকর্তাদেরও পাঠানো যেতে পারে বলে মত দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলী আযম। তিনি বলেন, ইউএন মিশনের এই বিষয়টি নির্ভর করছে যে দেশে তারা যাবেন সেই দেশ এবং জাতিসংঘের পক্ষ থেকে চাহিদা প্লেস করার ওপর। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে মত বিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমরা যাতে আমাদের দেশের প্রেক্ষাপটে সুযোগটা পেতে পারি সে জন্য জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধি ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি।

উলে­খ্য, ডিসিদের পক্ষ থেকে এ বিষয়টি উপস্থাপন করা হলে তাতে সরকারের পক্ষে সম্মতি দেন জনপ্রশাসন সচিব। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা দেখেছি যে দেশের লোকজন জাতিসংঘ মিশনে বেশি কাজ করে ওইসব দেশ এই সুযোগ-সুবিধা পায়।
আলী আযম জানান, দেশের তিনটি বিভাগে সরকারি কর্মচারীদের জন্য তিনটি পৃথক হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে ডিসিদের প্রস্তাবটি বিবেচনা করা হবে। বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল করার জন্য আমরা তিনটি বিভাগ থেকে প্রস্তাব পেয়েছি। ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। যে সুনির্দিষ্ট প্রস্তাব পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা পরিকল্পনা নিয়েছি এটি নির্মাণ করার জন্য, কার্যক্রম চলমান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ