• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চীনের তৈরি ২টি শক্তিশালী টাগবোট বন্দরে পৌঁছেছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

দেশের প্রধান সমুদ্রবন্দর দিয়ে আমদানি-রফতানিতে নিয়োজিত দেশি-বিদেশি জাহাজগুলো নিরাপদে বার্থিং, আনবার্থিং ও শিফটিং কাজে সহায়তার জন্য প্রায় ১৪৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকায় সংগ্রহ করা দুইটি টাগবোট দেশে পৌঁছেছে। চীনে তৈরি দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ৫০০০ বিএইচপি/৭০ টন বোলার্ড পুলের ‘কান্ডারী-৩’ ও ‘কান্ডারী-৪’ নামের টাগবোট দুইটি বুধবার (১৫ জুন) বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

রাতে টাগবোট দুইটি বন্দরের বহির্নোঙরে থাকবে। বৃহস্পতিবার (১৬ জুন) বন্দরের জেটিতে আনার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে বন্দরের ১ নম্বর বার্থের নবনির্মিত সার্ভিস জেটিতে টাগবোট দুইটির জায়গা নির্ধারণ করা হয়েছে। নতুন টাগ দুইটির অপারেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বন্দরের নৌ বিভাগের ২০ জন মাস্টার, লস্কর, ইডিএল, ইডি নিয়ে ডেক সাইড ও ইঞ্জিন সাইডের টিম তৈরি করা হয়েছে। তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সভাকক্ষে গত ১৪ মার্চ টাগবোট দুইটি সংগ্রহের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তুলনামূলক বড় জাহাজ ভেড়ানোর সুবিধা সৃষ্টি করা, চট্টগ্রাম বন্দর/মহেশখালী/কুতুবদিয়া এলাকায় গৃহীত প্রকল্প ও জেটিগুলোতে অধিক সংখ্যক বড় জাহাজ বার্থিং, আনবার্থিং এবং কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধি করাই টাগবোট সংগ্রহ প্রকল্পটির মূল উদ্দেশ্য।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ