• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া থেকে ২ ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ জুলাই ২০২২  

প্রায় সাড়ে তিন বছর পর সড়কপথে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ফের ঢাকাতে ফিরেছেনও সড়কপথে। পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে মাত্র দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি বিকাল সাতে ৩টায় ঢাকায় উদ্দেশে যাত্রা করে। এরপরে বিকাল ৪টা ৫০ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী। পথে কোনও যাত্রাবিরতি ছাড়াই বিকাল সাড়ে ৫টায় গণভবনে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ির বহর। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন। এই যাত্রায় প্রধানমন্ত্রীর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও তার সঙ্গে ছিলেন।

পদ্মা সেতু উদ্বোধনের দিন উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। সপ্তাহখানেক পর সেই ‘আক্ষেপ’ কিছুটা ঘুঁচেছে তার। মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো টুঙ্গিপাড়া গিয়েছেন তিনি। পথিমধ্যে পদ্মা সেতুতে নেমে মা ও বোনকে সঙ্গে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন তিনি। সোমবার (৪ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘পদ্মা ব্রিজ’।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ