• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বৃহস্পতিবার যেসব স্থানে মোটরসাইকেল থামাতে থাকবে পুলিশ চেকপোস্ট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

মহাসড়ক ও এক জেলা থেকে আরেক জেলায় বাইক চলাচল ঠেকাতে বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে মাঠে নামছে প্রশাসন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানের মাধ্যমে মোটরসাইকেল মহাসড়কে চলাচল বন্ধ করা হবে। এই কাজে সহযোগিতায় থাকবে স্থানীয় পুলিশ।

বিআরটিএ থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। বুধবার (৬ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান একেএম হাফিজ আক্তার এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, বুধবার আমাদের কাছে একটা নির্দেশনা এসেছে বৃহস্পতিবার থেকে মহাসড়কে এবং এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ করার বিষয়ে। যেহেতু সরকারি নির্দেশনা- তাই এটি বাস্তবায়নে আমরা মাঠে থাকবো। অভিযানে নেতৃত্ব দিবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

কি ধরণের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটরা জরিমানা করবেন। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী অন্যান্য আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেগুলোও প্রয়োগ করা হবে। 

কোথায় কোথায় থাকবে পুলিশের চেক পোস্ট জানতে চাইলে তিনি বলেন, যেসব স্থান মহাসড়কে বাইক যাওয়ার মূল পয়েন্ট সেসব স্থানে থাকবে। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টেও থাকবে এই চেকপোস্ট।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ