• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

পশুবাহী পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বুধবার (৬ জুলাই) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে তিনি এ কথা বলেন।

পশুর হাটে পোশাকের পাশপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ‘কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো বা চেক করা যাবে না।’ তিনি কোরবানির পশুর হাট পরিদর্শনের জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আইজিপি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে করিমন, নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।’

সভায় কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা; শপিংমল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা; বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনের নিরাপত্তা; ট্রাফিক ব্যবস্থাপনা এবং বন্যাকবলিত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে আইজিপি বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ মৌলভীবাজার জেলার বন্যাকবলিত মানুষের কল্যাণে দিয়েছেন। তিনি মৌলভীবাজারের পুলিশ সুপারের হাতে এ অর্থ তুলে দেন। আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের মধ্যে ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পান।

সভায় পুলিশের অতিরিক্ত আইজিপি, সব রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), সব মহানগর পুলিশের কমিশনার, ৬৪ জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের প্রধানেরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ