• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গাজীপুরে বাসে ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৫

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫/২০ জন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান। তিনি জানান, ট্রেন-বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক। নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে অনুদান ও আহতদের চিকিৎসা ব্যয় বাবদ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসকে ধাক্কা দেয়। বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায়। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। এছাড়া দুজনকে আহতবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ