• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সীমান্তে মর্টারশেল নিক্ষেপের ঘটনা আসিয়ান দূতদের জানালো বাংলাদেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

সীমান্তে মর্টারশেল নিক্ষেপ ও গুলির ঘটনাসহ মিয়ানমারের অসৌজন্য আচরণের অভিযোগ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর (আসিয়ান) রাষ্ট্রদূতদের কাছে তুলে ধরেছে বাংলাদেশ। একই সঙ্গে কূটনৈতিকভাবে চলমান সমস্যা সমাধানে আসিয়ানের সহায়তা চাওয়া হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, কম্বোডিয়া ও লাওস এই দশটি রাষ্ট্র নিয়ে গঠিত আসিয়ান জোট। ভারত ও চীনের পর আসিয়ান জোটই বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধান ও মিয়ানমারের চলমান সংঘর্ষের বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ জোটের দেশগুলোর রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গা প্রত্যাবার্সন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে আন্তজার্তিক সীমানা লংঘন এবং অসৌজন্য আচরণের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে।  

আসিয়ানভুক্ত দেশগুলোর দূতরা সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। বৈঠকে বাংলাদেশ তাদের কাছে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানায়। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে মর্টারশেল ও গুলির ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানানো হয়। চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে নতুন শরণার্থীদের ঢল নামার আশঙ্কার বিষয়টি বৈঠকে উত্থাপন করা হয়। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ