• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আসন্ন সংসদে ৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত আন্দোলন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

বাংলাদেশ খেলাফত আন্দোলন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবেই ৩০০ আসনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আমির আতাউল্লাহ হাফেজ্জী। শনিবার (১ অক্টোবর) কামরাঙ্গীচর জামিয়া নুরিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে উমুমীর (সাধারণ পরিষদ) সদস্য সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধী সব নির্বাচনেই খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খেলাফত আন্দোলন অংশগ্রহণ করবে। আতাউল্লা বলেন, দলটির প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুর যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমরাও সবাই একই উদ্দেশ্য নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনারা সবাই সবাই নিজ নিজ এলাকায় নির্বাচন করার প্রস্তুতি নেবেন।

দলটির মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আমরা নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবো এবং যে সব আসন ফাঁকা আছে সেগুলোও পূরণ করার চেষ্টা করবো। এসময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিনসহ বেশ কয়েকজন নেতা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ