• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এ বছরেই আগারগাঁও-মতিঝিল রুটে চলবে মেট্রোরেল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

চলতি বছরেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্যান্য মেট্রোরেলও চালু হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ৬টি মেট্রোরেল চালু হলে ২০৩০ সালে রাজধানীর আশপাশ নতুন সাজে সাজবে।

তিনি বলেন, মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। সারা বাংলাদেশের মানুষ এখন মেতে উঠেছে। সুদূর গ্রামের লুঙ্গি পড়া কৃষক, শহরের তরুণ মেট্রোরেলে চড়ার অপেক্ষায়। সেকি আকর্ষণ! সে কি ক্রেজ!

সুধী সমাবেশে আরও বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ