• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নতি হয়, এটাই বাস্তব : প্রধানমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

দুর্নীতি করে কামানো টাকায় দেশের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের দেওয়া টেলিভিশনে বসে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। করুক, কে কী বলল আমরা দেখব না। আমরা আমাদের কাজ করে যাব।

আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ শুধু একটি দল নয়, আওয়ামী লীগ ইনস্টিটিউট। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের উন্নতি হয়, এটাই বাস্তব। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে স্বল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন।

আওয়ামী লীগ নামক সংগঠন এদেশের মানুষের জন্য আন্দোলন-সংগ্রামে সবসময় ভূমিকা পালন করেছে।

আমাদের ওপর বারবার আঘাত, হামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। ইয়াহিয়া খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ-খালেদা জিয়াও চেষ্টা করেছে আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করা যায়। আওয়ামী লীগ এদেশের মাটি-মানুষের সংগঠন।

জনগণের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবে না।
তিনি আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাস-তেল-কয়লার দাম বেড়ে গেছে। জানি গরমে সমস্যা হচ্ছে। আমরা তো লোডশেডিং দূর করে দিয়েছিলাম।

করোনা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে এই সমস্যা হতো না বলে জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ