• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশ থেকে তিন খাতে জনবল নেবে ইতালি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

বাংলাদেশ থেকে তিনটি খাতে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে ইতালি। বুধবার (৭ জুন) রোমে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে এক রাজনৈতিক সংলাপে এ বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে।

রোমে একটি সমঝোতা স্মারক সই করার পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন (বামে) ও ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলা করমর্দন করছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবকাঠামো, জাহাজ নির্মাণ ও আতিথেয়তা খাতে লোক নেবে ইতালি। দ্বিপাক্ষিক অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে এসব জনবল নেয়া হবে।

দুদেশের মধ্যে এ প্রথম কোনো রাজনৈতিক সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলা। সংলাপের আগে এ দুই কূটনীতিক একটি সমঝোতা স্মারকে সই করেন।
 
ইতালি জানিয়েছে, ফ্লুসি ডিক্রির আওতায় মৌসুমি ও অমৌসুমি কাজে বাংলাদেশ থেকে ৪৬ শতাংশ শ্রমশক্তি আসছে এবং তা সন্তোষজনক।
 
বৈঠকে দুপক্ষই বাণিজ্য, বিনিয়োগ, বাংলাদেশের পোশাক খাতে প্রযুক্তির ব্যবহার, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, কৃষি, অভিবাসন ও নাগরিকদের চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার ইচ্ছার কথা জানিয়েছেন।
 
এছাড়া অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কথাও বলেন তারা।
 
মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে ইতালি। পাশাপাশি তাদের জন্য মানবিক সহায়তা এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনে সহযোগিতারও নিশ্চয়তা দিয়েছে দেশটি।
 
এ ছাড়াও ভারত মহাসাগরীয় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে ইউরোপীয় দেশটি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ