ভিসা নিষেধাজ্ঞা থাকলেও পাবেন ‘দলীয় মনোনয়ন’
দৈনিক গোপালগঞ্জ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন মাস। নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসছে তখন বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক নেতারাও পড়েছেন বলে জানিয়েছে দেশটি।
এদিকে, নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভিসানীতির আওতায় পড়লে দলীয় মনোনয়ন পাবেন কি না, সেটি নিয়েও সংশয়ে তারা। তবে, ‘দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভিসানীতি বা নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেওয়া হবে না’ বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য। তাদের ভাষ্য, ‘ভিসানীতির আওতায় পড়লেও দলীয় মনোনয়ন পাবেন যোগ্য প্রত্যাশীরা’।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন সেটি নিয়ে আমরা কাজ করছি। ভিসানীতি নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের একজন ত্যাগী কর্মীর বিরুদ্ধে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিলে আমরা কি নাচব? ত্যাগী হলে আমেরিকা নিষেধাজ্ঞা দিলেও তিনি মনোনয়ন পাবেন।’
নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভিসানীতির আওতায় পড়লে দলীয় মনোনয়ন পাবেন কি না, সেটি নিয়েও সংশয়ে তারা। তবে, ‘দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভিসানীতি বা নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেওয়া হবে না’ বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য
দলীয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রক্রিয়া শুরুর পর থেকে দেশের রাজনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো ভিসানীতিকে পুঁজি করে সরকারের ব্যাপক সমালোচনা শুরু করেছে। অন্যদিকে, ক্ষমতাসীনরাও ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ‘উদ্বিগ্ন কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই’ বলে বক্তব্য দিচ্ছেন। তারপরও দলের এমপি, মন্ত্রী ও প্রভাবশালীরা একটু হলেও চিন্তিত যে, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে তারা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হবেন কি না?
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি নীতি। আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না— এটি তাদের বিষয়। আমাদের নির্বাচনে ‘তারা কোনো পক্ষ অবলম্বন করবে না’— এটি সবসময় বলে আসছে। তাদের ভিসানীতি ‘নির্দিষ্ট কোনো দলের জন্যও নয়’— এমনটি জানিয়েছে তারা।’’
আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন সেটি নিয়ে আমরা কাজ করছি। ভিসানীতি নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের একজন ত্যাগী কর্মীর বিরুদ্ধে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিলে আমরা কি নাচব? ত্যাগী হলে আমেরিকা নিষেধাজ্ঞা দিলেও তিনি মনোনয়ন পাবেন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফর উল্যাহ
সংসদীয় মনোনয়ন বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘এখন এ বিষয়ে কথা বলা যাবে না। আর মাত্র দুই মাস রয়েছে, অক্টোবর ও নভেম্বর। এ দুই মাসে অনেক তথ্য আদান-প্রদান হবে।’
দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা বিবেচ্য বিষয় হবে না। কার কী যোগ্যতা আছে, কী কাজ করেছেন এবং করছেন— এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট যাচাই-বাছাই করে দলীয় মনোনয়ন দেওয়া হবে। যাদের যোগ্যতা আছে এবং যারা জনগণের সেবক তারা মনোনয়ন পাবেন।’
দলীয় সূত্র আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় মনোনয়নপ্রত্যাশীরা ভোটারদের দ্বারে দ্বারে ভিড় করছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও বাড়িয়েছেন তারা।
ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি নীতি। আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না— এটি তাদের বিষয়। আমাদের নির্বাচনে ‘তারা কোনো পক্ষ অবলম্বন করবে না’— এটি সবসময় বলে আসছে। তাদের ভিসানীতি ‘নির্দিষ্ট কোনো দলের জন্যও নয়’— এমনটি জানিয়েছে তারা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম
এদিকে, ‘ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই’ বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই। যারা নিষেধাজ্ঞা দিচ্ছেন, তাদের দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে বিদেশ থেকে যদি কোনো প্রচেষ্টা নেওয়া হয়, দেশের জনগণ তা মেনে নেবে না।’
একই দিন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের বিষয়টি জানান।
দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা বিবেচ্য বিষয় হবে না। কার কী যোগ্যতা আছে, কী কাজ করেছেন এবং করছেন— এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট যাচাই-বাছাই করে দলীয় মনোনয়ন দেওয়া হবে। যাদের যোগ্যতা আছে এবং যারা জনগণের সেবক তারা মনোনয়ন পাবেন নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সদস্য
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত এবং এ প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওই ব্যক্তিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা রয়েছেন। শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এসব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হতে পারেন। ওই ব্যক্তিরা ছাড়াও ভবিষ্যতে যাদের বিরুদ্ধ বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং এতে সহযোগিতা করার অভিযোগ পাওয়া যাবে, তারাও এ নীতির আওতায় পড়বেন।

- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত:আহত ৪
- দুই বাসের পাল্লাপাল্লিতে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালন
- নির্বাচনে বিদেশী কোন চাপ নেই : ইসি আলমগীর
- শাহবাগে বাসে আগুন
- নির্বাচন বানচালে মরিয়া হয়ে উঠছে বিএনপি: ওবায়দুল কাদের
- জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : কৃষিমন্ত্রী
- রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার : ডিজি
- ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন
- প্রতিবেশী অমুসলিম হলে ইসলামের নির্দেশনা
- চ্যাট ফিচারে এআই সুবিধা
- ভি-২২ অস্প্রে উড়োজাহাজের কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র
- ৬ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস
- যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় নিহত ৪
- বৃষ্টি কেটে গেলেই বাড়বে শীত
- ১১০ ইউএনওকে বদলির প্রস্তাব ইসিতে
- দ্বিতীয় ধাপে নিবন্ধন পেল আরও ২৯ পর্যবেক্ষক সংস্থা
- রাতে ঘুমানোর আগের বিশেষ আমল
- ভয়ংকর ক্ষুধা সংকটের মুখে গাজা, জানাল জাতিসংঘ
- রোগী দেখার দোয়া
- দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৪৫ জন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ৩ রাষ্ট্রদূত
- উৎপাদন-জ্বালানিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় সৌদি
- ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপালের বিদ্যুৎ কিনবে সরকার
- রোমানিয়া থেকে দুই কোটি ২০ লাখ লিটার তেল কিনবে সরকার
- নির্বাচনের পর শ্রম আইনের ত্রুটি সংশোধন করা হবে: আইনমন্ত্রী
- নির্বাচন অস্থিতিশীল করতে একটি পক্ষ সচেষ্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
- আরও এগিয়েছে মিধিলি, পায়রা-মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত
- ভারতেও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক
- আইনজীবী স্ত্রীর মামলায় পুলিশ স্বামীর ৬ মাস জেল
- আমেরিকার চিঠি নিয়ে কাদের বললেন, সংলাপের সুযোগ নেই
- গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- গোপালগঞ্জে বাস ও ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- যশোরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেত্রী নিহত
- গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- প্রকাশ্যে এলেন বঙ্গবন্ধুর খুনি নূর
- গোপালগঞ্জে ভাবীর লাঠির আঘাত দেবর নিহত
- কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার
- গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
- বিএনপির যেসব নেতা প্রার্থী হলেন
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
- টাঙ্গাইলে রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন
- হুইল চেয়ারে করে নিজেই বিদ্যালয়ে আসতে পারবো
- চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে সিভিল-সার্জনের মতবিনিময়
- অবরোধে ঢাকায় বাড়ছে গণপরিবহন, বেড়েছে ট্র্যাফিকের ব্যস্ততা
- ফের আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা মাহি
