• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে বাসে আগুন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে দুটি বাস আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস এই খবর নিশ্চিত করেছে।  

রোববার (১৯ নভেম্বর) রাত দশটা সাত মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম জানান, যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর কাজ করছেন।

এর আগে রাত সোয়া আটটার পর ধানমন্ডিতে ‘মিরপুর সুপার লিংক’ নামের পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিরপুর সড়কে বাসটিতে আগুন দেওয়ার খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ