• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪  

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুই দেশের সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা চাইলে জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

তিনি জানান, ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারে।

এ সময় সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে তারা ঐকমত্য পোষণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের ব্যাপারে আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত।

ভারতীয় হাইকমিশনার এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তা করা হবে বলে জানান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ