২৩ প্রকল্পে বড় কাটছাঁট
দৈনিক গোপালগঞ্জ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪
গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো হাসিনা সরকারের অপচয়ের উন্নয়ন প্রকল্প এখন সরকারের মাথাব্যথার কারণ। অন্তত ২৩টি রাজনৈতিক বিবেচনার প্রকল্প চিহ্নিত করেছে পরিকল্পনা কমিশন, যেগুলোতে অকারণ খরচ বাড়িয়ে লুটপাটের সুযোগ রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কোনো কোনো প্রকল্পে স্বাভাবিকের চেয়ে অন্তত ১০ গুণ বেশি ব্যয় ধরা হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ বিবেচনায় নেওয়া হচ্ছে।
এর ভেতর থেকে একটি বড় অঙ্কের বরাদ্দ কাটছাঁট করা হতে পারে অথবা স্থগিত করা হতে পারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই উন্নয়ন প্রকল্পে খরচের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য-উপাত্ত পর্যালোচনা ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্তত ২৩টি বড় প্রকল্পে রাজনৈতিক বিবেচনায় অস্বাভাবিক ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।
এর একটি প্রকল্প হলো চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-১। প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ১৫১ কিলোমিটারের মাত্র ২৮ কিলোমিটার চার লেন করার কথা বলা হয়েছে। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৫৫৬ কোটি টাকা। তার মানে ২৮ কিলোমিটারের এই প্রকল্পে প্রতি কিলোমিটারে খরচ হওয়ার কথা প্রায় ৩০৬ কোটি টাকা।
তথ্য বলছে, দেশের অবকাঠামো নির্মাণের ইতিহাসে এত ব্যয়ে আর কোনো মহাসড়ক নির্মাণ করা হয়নি।প্রকল্পটির পিইসি সভার সভাপতিত্ব করা পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠমো বিভাগের সাবেক সদস্য (সচিব) এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘আমরা শুধু প্রকল্পের অপ্রয়োজনীয় ব্যয়গুলো কমিয়েছি। মূল সড়ক নির্মাণের খরচে আমরা হাত দিইনি। বাস্তবায়নকারী সংস্থা বলেছে আমাদের এই খরচ লাগবে। আমরা যদি সেখানে কাটছাঁট করি তাহলে রাস্তায় কোনো সমস্যা হলে আমাদের দোষ হবে।
এ রকম আরেকটি প্রকল্প চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ ডুয়াল গেজে রূপান্তর। এর ব্যয় চার গুণ বাড়িয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। চার বছর পর একই লাইন নির্মাণে আট হাজার ৪৩২ কোটি টাকা ব্যয় ধরেছে বাংলাদেশ রেলওয়ে। এডিবির ঋণ সহায়তায় ১০ হাজার ৭৯৭ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক।
প্রকল্পের ব্যয় বিভাজনে দেখা যায়, প্রকল্পটিতে রেললাইন স্থাপনে অন্যান্য প্রকল্পের তুলনায় আড়াই থেকে চার গুণ বেশি ব্যয় হচ্ছে।
অপ্রয়োজনীয় ও অত্যধিক ব্যয়ের প্রকল্প বাদ বিবেচনার বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্তনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অবশ্যই এগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এরই মধ্যে মনে হয় উপদেষ্টার নির্দশনায় প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। প্রয়োজন না থাকলে বা লাভ হবে না—সেগুলোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।
সম্প্রতি পরিকল্পনা কমিশনের কর্তকর্তাদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প কিংবা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) যাওয়ার প্রক্রিয়াধীন, এমন প্রকল্প আবার যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে ছাঁটাই করা হবে। চলমান প্রকল্প হলেই রেখে দিতে হবে, তা নয়। অর্থের অপচয় হবে—এমন অনেক প্রকল্পও এর মধ্যে রয়েছে।
পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা বলেন, গত সরকারের আমলে প্রয়োজন না থাকলেও রাজনীতিবিদদের চাপে অনেক প্রকল্প দিতে হয়েছে। অনেক এমপি, মন্ত্রী কর্মকর্তাদের কাছে এসে প্রকল্পটি ছেড়ে দেওয়ার জন্য বসে থেকেছেন। বেশির ভাগ প্রকল্পই নেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে।
পরিকল্পনা কমিশন জানায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ক্ষমতার মেয়াদের শেষ সময়ে তাঁকে খুশি করতে পাঁচ হাজার ৬৫১ কোটি টাকা ব্যয়ে উড়ালসড়ক নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যে প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশন, পরিবেশবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞসহ সবারই আপত্তি ছিল। জানা যায়, প্রকল্পটি পরিকল্পনা কমিশনে আসার দুই সপ্তাহের মধ্যেই তাড়াহুড়া করে অনুমোদন দেওয়া হয়।
নির্বাচনে আগে মতলববাসীর জন্য চার হাজার ১৭৪ কোটি টাকার প্রকল্প বাগিয়ে নেন তৎকালীন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পুরো পরিকল্পনা কমিশন সেখানে প্রকল্প নেওয়ার বিরুদ্ধে ছিল। তবু নিজের ক্ষমতাবলে প্রকল্প বাগিয়ে নেন শামসুল আলম।
গত নির্বাচনের আগের একনেকে অর্থায়ন ছাড়াই আট হাজার ১৬০ কোটি টাকার তিন প্রকল্প অনুমোদন দেয় সরকার। এই প্রকল্পগুলোও তেমন জরুরি ছিল না বলে মনে করা হচ্ছে।
এদিকে ৫২ হাজার ৫৬১ কোটি টাকার মেট্রো রেলের লাইন-১ ও ৪১ হাজার ২৩৮ কোটি টাকার লাইন-৫ নর্দানের প্রাথমিক কাজ শুরু হয়েছে। অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ৫৪ হাজার ৬১৯ কোটি টাকার এমআরটি-৫ সাউদার্ন। এসব প্রকল্পেও অপচয়ের উপাদান রয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এমআরটির এসব প্রকল্প নিয়ে বিকল্প চিন্তা করছে সরকার।
এদিকে গত সরকারের আমলের একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা ১৩ প্রকল্প পুনর্মূল্যায়নের তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে হাতির খোরাকের মতো বেশি ব্যয়ের চট্টগ্রামের কালুরঘাটের রেল-রোড সেতু প্রকল্প। যে সেতু নির্মাণে ২০১৮ সালে ব্যয় ধরা হয় মাত্র এক হাজার ১৬৩ কোটি টাকা, পাঁচ বছর পর এসে সেই প্রকল্পের ব্যয় ১০ গুণ বাড়িয়ে ১১ হাজার ৫৬৫ কোটি টাকায় প্রকল্প প্রস্তাব করা হয়।
বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, পাঁচ ফুট উচ্চতা ও রেট শিডিউলের কারণে এত ব্যয় বাড়ার কারণ নেই। দক্ষ প্রকৌশলী দিয়ে প্রকল্প যাচাই করা দরকার।
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করতে তিন গুণের বেশি ব্যয় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এক হাজার ৮৬৭ কোটি টাকার প্রকল্পটির ব্যয় বাড়িয়ে পাঁচ হাজার ৮০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পে শুরুতে ব্যয় ধরা হয়েছিল ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা। সম্ভাব্যতা সমীক্ষার পরও প্রকল্পের মাঝপথে ব্যয় বাড়িয়ে ২৪ হাজার ৩৮১ কোটি করার প্রস্তাব করা হয়েছে, যাকে অযৌক্তিক বলেছে পরিকল্পনা কমিশন।
র্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণের চলমান প্রকল্পটির ব্যয় ৪৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬৯১ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
চিলমারী এলাকায় নদীবন্দর নির্মাণ প্রকল্পের ব্যয় ১০০ কোটি টাকা বাড়িয়ে ৩৩৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
ব্যয় কমাতে পুনরায় পর্যালোচনার আওতায় থাকা নতুন প্রকল্পের মধ্যে রয়েছে ৯৯৩ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়); পাঁচ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট (আরইউটিডিপি) প্রজেক্ট এবং এক হাজার ৬৫৪ কোটি টাকা ব্যয়ে রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন।
এ ছাড়া অন্যান্য প্রকল্পের মধ্যে আছে ৪৬৬ কোটি টাকা ব্যয়ে গাছবাড়িয়া-শোলকাটা-কালাবিবির দীঘি সড়ক উন্নয়ন প্রকল্প; ৪২১ কোটি টাকা ব্যয়ে মোংলা-বৌদ্ধমারী বাজার জেলা মহাসড়ক উন্নয়ন; ২৬৬ কোটি টাকা ব্যয়ে ডাল ও তেলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ; ৯৫ কোটি টাকা ব্যয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ এবং ৭৫ কোটি টাকা ব্যয়ে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প।
আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, সরকারের সিদ্ধান্তের আলোকে কোন প্রকল্প কী অবস্থায় আছে, এর অর্থনৈতিক আউটপুট কতটা হতে পারে, সেটা পুনরায় বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
- ৫৯ ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের আলটিমেটাম
- গোপালগঞ্জে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
- গোপালগঞ্জসহ ২৫ জেলায় নতুন ডিসি
- কাশিয়ানীতে গাঁজা সহ দুই ভাই আটক
- গোপালগঞ্জে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সভা অনুষ্ঠিত
- লোহাগড়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ২ ভাই নিহত, আহত ৫
- জাতিসংঘে ‘চমক’ দেখাতে যাচ্ছেন ড. ইউনূস
- সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা
- শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন -ড. ইউনূস
- আকাশ সমান বৈষম্য, অনেকে মাসে একবারও মাংস খেতে পারেন না
- জেএসসির ও এসএসসির সমন্বয়ে হবে এইচএসসি ফল
- পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে: ট্রাম্পকে কমলা
- বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক আলোচনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত ও আগ্রহী
- বাংলাদেশে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী ডেনমার্ক
- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদেরসম্মান জানাবে সরকার:নাহিদ ইসলাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই: অর্থ উপদেষ্টা
- স্বস্তি ফিরেছে আশুলিয়ায়, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
- হাজিরা বোনাস বাড়ল ২২৫ টাকা, নিয়োগে নারী-পুরুষ সমঅধিকার
- দুদক চাইলে সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা করবে এফবিআই
- প্রতি পিস ৭ টাকা: ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম
- ৫৬ সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ
- গোপালগঞ্জে রোলার চাপায় পথচারী নিহত
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রোপিলিন ব্যাগ নিষিদ্ধ
- প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের যেসব আলোচনা হলো
- কারাগারের বেশিরভাগ সমস্যা সমাধান সম্ভব : স্বরাষ্ট্র উপদেষ্টা
- স্ক্যাবিস কি? লক্ষণ ও প্রতিকার
- গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
- গোপালগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হলো শেখ হাসিনার নাম
- ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি
- গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫
- সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, আছে ছাত্র-জনতাও
- কোনো নেতা-কর্মী বিশৃঙ্খলা করলে আ.লীগ দায়-দায়িত্ব নেবে না
- প্রতিদিন পরোক্ষ ধূমপানের শিকার ৩ কোটি ৮৪ লাখ মানুষ
- গোপালগঞ্জে হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ
- শেখ হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ
- কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৮তম জন্মদিন পালিত
- কাশবনে শিশুর গলাকাটা মরদেহ
- নওশাবার সঙ্গে যা হয়েছিল আয়নাঘরে
- হিন্দুদের বাড়ি, মন্দির ‘জ্বালানো’র ভুয়া খবর ভারত থেকে ছড়ানো হয়
- সেপ্টেম্বরের শুরুতে যৌথবাহিনীর অভিযান
- দুপুরে নিখোঁজ, ভোরে ডোবায় মিলল শিশুর লাশ
- গোপালগঞ্জে হাসপাতালে স্বাস্থ্যসেবা বন্ধ
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিবে মালয়েশিয়া
- শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত
- বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু