• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নাচোলে ৭ দফা দাবিতে রেললাইন অবরোধ, মানববন্ধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-নাচোল-রাজশাহী রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনের বগি সংযোযোন, রেলভবন ও ছাউনি নির্মাণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বহরপুরগামী একটি কমিউটার ট্রেন অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করা হয়। 

নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় নাচোল রেল স্টেশন প্লাটফরমে এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়। সাত দফার মধ্যে উল্লেখ্যযোগ্য ভাবে রয়েছে রেল স্টেশনে নতুন ভবন, প্লাটফরম ও যাত্রী ছাউনী নির্মাণ, কমিউটার ও লোকাল ট্রেনের কেটে নেয়া ৩টি বগি পূণঃসংযোযোজন, মহানন্দা ট্রেনে যাত্রী দূর্ভোগ নিরসনে ২টি অতিরিক্ত বগি সংযোযোন, স্থায়ীভাবে স্টেশনমাস্টার পদায়ন, রাজশাহী থেকে রহনপুর অভিমুখে রাত ৮টায় একটি ট্রেন চালুকরণ, নাচোল স্টেশনে যাত্রীদের উঠা-নামার জন্য কমপক্ষে ৩ মিনিটি বিরতির ব্যবস্থা ও টিকিট এবং রেল সংক্রান্ত সকল জটিলতা দূরিকরণ।

মানববন্ধনে নাচোল উন্নয়ন ফোমের সদস্য সচিব আলহাজ্ব আমানুল্লা আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, পৌর মেয়র ও নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, ইএলএস’র সাবেক সভাপতি আব্দুর রউফ, সাংবাদিক আব্দুস সাত্তার, নূরুল ইসলাম বাবু, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাকিল রেজা, উপজেলা স্কুলের শিক্ষক মজিদুল ইসলামসহ অন্যান্যরা। নাচোলের সর্বস্তরের মানুষ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনে অংশগ্রহণ করে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ