• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সরকারি জায়গা মাটি ফেলে ভরাটের দায়ে অর্থদণ্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক ও জনপথ বিভাগের জায়গা মাটি ফেলে ভরাটের দায়ে হাফিজুর রহমান (৭০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাব্বির আহমেদ এ রায় প্রদান করেন। হাফিজুর রহমান কাশিয়ানী সদরের বাসিন্দা ও মৃত আজিজ মোল্যার ছেলে। 

জানা গেছে, হাফিজুর রহমান কাশিয়ানী উপজেলা সদরের জাহানারা সেবা ক্লিনিকসংলগ্ন এলাকার ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় মাটি ফেলে ভরাট করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ সরেজমিনে গিয়ে মাটি ভরাট কাজ বন্ধ করেন দেন এবং মাটি ফেলে সরকারি জায়গা ভরাটের দায়ে হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ