• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৫জনকে জরিমানা, ৬জনকে হোম কোয়ারেন্টাইন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি নির্দেশ অমান্য করায় তিন ব্যবসায়ীসহ পাঁচজনকে ২২ হাজার টাকা জরিমানা এবং ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস এ রায় দেন।

হোম কোয়ারেন্টাইনে পাঠানো ও ঘোরাঘুরির দায়ে দণ্ডপ্রাপ্ত সকলের বাড়ি উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে। এরা সকলে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এলাকায় এসেছেন।

মিন্টু বিশ্বাস জানান, করোনা সংক্রমণ এলাকা হিসেবে ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে। তাই ঝুঁকির কথা বিবেচনা করে ওইসব জেলা থেকে ফেরত আসা ছয় ব্যক্তিকে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এলাকায় এসে বিনা কারণে ঘোরাঘুরির করায় দুই ব্যক্তিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা ও উপজেলার রামদিয়া বাজারে নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৪ হাজার করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সুস্থভাবে কোয়ারেন্টাইন শেষ হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ