• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মোদির সফর ঘিরে নতুন সাজে গোপালগঞ্জ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১  

২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে ঝলমলে আলোয় ভাসছে গোপালগঞ্জ জেলা। অপরূপ সাজ আর রঙিন আলোর ঝলকানিতে রাঙানো হয়েছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স। সেই সাথে জেলার সব সরকারি অফিস, আদালত ও সড়কের দু’পাশ বর্ণিল আলোয় সাজানো হয়েছে। জেলাজুড়ে এখন রঙিন আলোর ঝলকানি আর সাজসাজ রব।

গোপালগঞ্জ সেজেছে নবরূপ সাজে আর রঙিন আলোয়। বর্ণিল এমন সব সজ্জার সবটুকুই ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে। গোপালগঞ্জের সরকারি অফিস, আদালতসহ বড় বড় ভবনে আলোকসজ্জার মধ্যে ফুটে উঠেছেন বঙ্গবন্ধু। সড়কের দু’পাশ ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বাহারি রঙের আলো।

গোপালগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ও পৌর ভবনসহ সদর উপজেলার পুলিশ লাইন মোড়, বেদগ্রাম মোড়, ঘোনাপাড়া মোড় সড়কসহ বিভিন্ন স্থানে বাতি লাগানো হয়েছে। নানা ধরনের ফুলের গাছগুলোকে বর্ণিল আলোয় সাজানো হয়েছে।

বর্ণিল আলোয় সাজানো হয়েছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স। শুধু বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সই নয়, পুরো জেলায় এখন সাজসাজ রব। যে কেউই প্রথম দেখে মনে হবে কোন অপরূপ নগরীতে এসেছি। এ যেন চোখ ধাঁধানো আর মন জোড়ানো এক অন্য রকম দৃশ্য। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গাছপালা ও বিভিন্ন অবকাঠামোতে রঙিন আলো জ্বলছে। রাতের আলো-আঁধারের খেলা দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। আগামী ২৮ মার্চ পর্যন্ত থাকবে এ বর্ণিল আলোক সজ্জা।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ভিভিআইপিদের আগমন উপলক্ষে গোপালগঞ্জে আলোকসজ্জা দিয়ে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। যা উপভোগ করছেন সাধারণ জনগণ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ