• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ সড়কে উল্টো চিত্র, যাত্রীর তুলনায় ইজিবাইক বেশি!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

লকডাউনে গোপালগঞ্জ শহর এলাকায় ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল স্বাভাবিক দিনের মতই। তবে গত কয়েকদিন অফিসগামী যাত্রীর তুলনায় পরিবহন সংকট থাকলেও এদিনের চিত্র ভিন্ন।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কে ইজিবাইক তুলনায় যাত্রী কম। বেলা বাড়তে থাকলে ইজিবাইকের সংখ্যা কমতে থাকে। দূরপাল্লার গণপরিহন চলাচল বন্ধের সিদ্ধান্ত বলবৎ রয়েছে।

তবে শপিংমল ও মাকেটগুলা অধিকাংশ খোলা আছে। লোক সমাগম রয়েছে কম। অনেকে দোকানের এক সাটার খুলে বেচাকেনা করছে। ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের গাড়ি দেখলে দ্রুত বন্ধ করছে। চলে গেলে আবার খুলছে । ব্যবসায়ীরা বলছেন সামনে পহেলা বৈশাখ ও রমজানমাস বেচা কেনার সময়। এখন দোকান বন্ধ রাখলে অনেক বড় লোকসান হয়ে যাবে। আমরা করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করতে চাই। তবে করোনা যেভাবে বাড়ছে তাতে লাগাম টেনে ধরা এখন কঠিন হয়ে দাড়িয়েছে। সচেতন মহল মনে করেন আগে জীবন বাঁচাতে হবে তার পরে সব ব্যবসা বানিজ্য চালাতে হবে। প্রশাসন বলছে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। নজরদারি রাখছি সব কিছু।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ