• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে আশ্রিতদের সেবায় জেলা প্রশাসনের সঞ্চয়পত্র প্রদান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

গোপালগঞ্জের কাশিয়ানিতে গড়ে ওঠা হাইশুর বৃদ্ধাশ্রমে আশ্রিতদের সেবা ও জীবনমান উন্নয়নের লক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন হাইশুর বৃদ্ধাশ্রমকে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেছে। 

জেলা প্রশাসক শাহিদা সুলতানা সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আর্থিক সাহায্যের সঞ্চয়পত্র বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক আশুতোষ বিশ্বাসের হাতে তুলে দেন। এছাড়া, এদিন সরকারি কাজকর্ম করতে ও তা সংরক্ষনের জন্য সুবিধার্থে গোপালগঞ্জ আদালতের সরকারি কৌশলী (জিপি) এ্যাড. দেলোয়ার হোসেনের হাতে একটি ল্যাপটপ তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

চেক প্রদান শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ দেশের আর্থিকভাবে স্বচ্ছল ও বিত্তবানদের সমাজের এ ধরণের অবহেলিত ও বঞ্চিতদের পাশে এগিয়ে আহবান জানান। তিনি বলেন, সমাজের অনেকের কোটি কোটি অলস টাকা ব্যাংকে পড়ে আছে। তারা যদি তাদের অলস টাকার একটা অংশ দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে রাখে এবং তার লভাংশ এ ধরণের  অবহেলিত ও বঞ্চিতদের সেবায় দান করে এগিয়ে আসার আহবান জানান। পরে, বিসিডিএস গোপালগঞ্জ শাখার নেতৃবৃন্দ জনসাধারনের মধ্যে বন্টনের জন্য সাড়ে সাত হাজার মাস্ক জেলা প্রশাসকের হাতে তুলে দেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ