• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় কবি সুকান্তর ৭৪ তম মৃত্যুবার্ষিকীতে উদীচীর শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ মে ২০২১  

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির পৈত্রিক বাড়ির স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জন্মলগ্ন থেকে দ্রোহের আগুন নিয়ে বেড়ে ওঠেন তিনি। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের এই দিনে তিনি মারা যান।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক বাড়ির স্মৃতি স্তম্ভে পুস্পামাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখা। এসময় উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন সেন কংকন,যুবলীগ নেতা মিজানুর রহমান বুলবুল, শিক্ষক দেবাশীষ বিশারদ উপস্থিত ছিলেন। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী। ভারতে জন্মগ্রহণ করলেও কবির আদি নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ