• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় সড়ক আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মে ২০২১  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাস্তা আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে।

সোমবার দুপুরে পাটগাতী ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনের সড়কে সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম।

এসময় পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) উপজেলা উন্নয়ন অনুদানকারী প্রভাষ মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

জাইকা’র ইউডিএফ প্রভাষ মন্ডল জানান, জাপান সরকারের ঋণ সহায়তায় ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫ টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থান আলোকিত করতে ৩৫ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। লাইট স্থাপনের মাধ্যমে রাতে সড়ক দুর্ঘটনা ও চুরি কমবে বলেও জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ