• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ মে ২০২১  

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকালে উপজেলার বর্ণি ইউনিয়নের বাশুরিয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র কাজী ফকরুল, মঈনুল ইসলাম অপু, কাউন্সিলর কেরামত আলী মোল্লা, পাটগাতি ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, বর্ণি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা, কুশলী ইউপি চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, পাটগাতি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৫ ইউনিয়ন ও পৌরসভা থেকে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। আগামী ৩১ মে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় কুশলী ইউনিয়ন একাদশ গোপালপুর ইউনিয়ন একাদশের বিপক্ষে অংশগ্রহণ করে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কুশলী ইউনিয়ন ১/০ গোলে গোপালপুর ইউনিয়নকে পরাজিত করে। দ্বিতীয় টুর্ণামেন্টে ডুমুরিয়া ইউনিয়ন একাদশ পাটগাতী ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পাটগাতী ইউনিয়ন ৪/০ গোলে ডুমুরিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ