• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ জুন ২০২১  

“প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

 ‌‌‌‌মঙ্গলবার দুপুরে উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গোপালগঞ্জের  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াসুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কল্পনা ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি ও পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, ‌জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান প্রমূখ।

আলোচনা সভা শেষে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শত শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরন করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ