• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ জুন ২০২১  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতাল।

এদিন সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল ইসলাম,পাটগাতী ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মিলন মোল্যা প্রমূখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন গ্রামের পশু পালক ও খামারীবৃন্দ অংশগ্রহন করেন। প্রদর্শনী যোগ্য বিভিন্ন স্টলের মধ্যে রয়েছে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, বিভিন্ন সৌখিন পাখি কবুতর, ময়না, টিয়া, ঘুঘু সহ বিভিন্ন প্রাণী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক জানান, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ও উন্নত জাতের পশুপাখি প্রদর্শনের মাধ্যমে উপজেলার জনগণকে পশু পালনে উদ্বুদ্ধ করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী প্রদর্শনীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারী খামারিদের পুরস্কার প্রদান করা হবে বলেও জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ