• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুকসুদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ জুন ২০২১  

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা চত্বরে প্রাণিসম্পদ প্রর্দশনীর আয়োজন করা হয়েছে। প্রথমবারের মত এই আয়োজনে এই প্রতিপাদ্য বিষয় ছিল ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’।

৫ জুন শনিবার সকালে (১১ টায়) টায় উপজেলার ফারুক খান মিলনায়তনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মুকসুদপুর থানা ইনেসপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুল ইসলাম, সাপ্তাহিক বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, পক্ষিক মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন ও মুকসুদপুর প্রেসক্লাব সহসভাপতি ছিরু মিয়া, প্রাণিসম্পদ এর খামারি পরেশ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সচিন্দ্রনাথ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান।

আলোচনা সভা শেষে উপজেলা চত্বর মাঠে ফিতা কেটে কর্মকর্তাগণ প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল পরিদর্শন অতিথিবৃন্দ। এর পরে বিজয়ী ১৩ জন প্রাণি খামারের মালিকদের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন অতিথিরা। দিনব্যাপী এ প্রদর্শনীতে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক ও সৌখিন খামারীগণ তাদের পালিত প্রাণি গরু, ছাগল, হাস মুরগী, কবুতর নিয়ে অংশগ্রহন করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ