• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বাড়ি গিয়ে মোবাইল নম্বরের স্টিকার লাগাচ্ছে পুলিশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জুন ২০২১  

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাড়ি গিয়ে থানার কর্তব্যরত কর্মকর্তা ও  বিট কর্মকর্তাদের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগাচ্ছেন পুলিশ।

 

পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বুধবার সকাল থেকে টুঙ্গিপাড়া থানা এ উদ্যোগ গ্রহণ করে।

 

ইতিমধ্যেই পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড সহ ৮ টি বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ জনগণের বাড়ি বাড়ি মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানো সহ বিট পুলিশের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করছেন।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সার্বিক তত্ত্বাবধানে টুঙ্গিপাড়া উপজেলার ৮ টি বিটে মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানো হচ্ছে। জনগণের দোরগোড়ায় ‌পুলিশি সেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধমুলক কাজ কমে আসবে ও আইন শৃঙ্খলার উন্নতি হবে। এছাড়া মানুষ ঘরে বসেই পুলিশি সেবা পাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ