• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ সভা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ জুন ২০২১  

“মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই” প্রতিপাদ্যকে সামনে রেখে মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পায়াকট্ বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়াল এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পায়াকট্ বাংলাদেশ এর প্রোগ্রাম অর্গানাইজার শেখ জাফরের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, ‌আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিপকর বিশ্বাস সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ