• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ীর স্ত্রী ফারহানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ জুন ২০২১  

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবীরের স্ত্রী ফারহানা কবীর। আজ দুপুরে জেলা প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে  তিনি জানান ,গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের রুহুল আমিন খান রিপন ও প্রতিপক্ষ ঢাকপাড় গ্রামের রুহুল শেখ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২০ সালের ৩০ অক্টোবর সকালে স্থানীয় হাজরা তলা মোড়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে রুহুল আমিন খানের ভাই সুমন খান নিহত হয়।
ঘটনার পর পরিকল্পিত ভাবে আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। আমার স্বামী হুমায়ুন কবির খান বিল্লাল ঘটনার সাথে এবং ঘটনা স্থলে না থাকার সত্ত্বেও ও সুমন হত্যা কান্ডের প্রধান অসামী করে একটি হত্যা মামলা দায়ের করে বংসের চাচাতো ভাই রুহুল আমিন খান রিপন। মামলার তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খন্দকার আমিনুর রহমান দীর্ঘ তদন্ত শেষে আমার স্বামীকে হত্যা কান্ডে সম্পৃক্ত না থাকায় অভিযোগ পত্র থেকে তাকে অব্যাহুতি দেন।
কিন্তু সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে আমার স্বামীকে হয়রানী করার চেষ্টা করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিকদের প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য জোর দাবী জানাচ্ছি। প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ প্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকাস্থ’ ব্যাবসায়ী হুমায়ূন কবীরের স্ত্রী মিসেস ফারহানা কবীর।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ