• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ১২ জন দরিদ্র ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের ১২ জনকে সেলাই মেশিন বিতরণ করেন বর্নি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম (বাদশা)।

এসময় মহিলা ইউপি সদস্য খাদিজা বেগম, পুরুষ ইউপি সদস্য মনির সিকদার, বাদল মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা “গোপালগঞ্জ সংবাদ”কে বলেন, ইউনিয়নের ১২ জন দরিদ্র ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আশা করি দরিদ্র মহিলারা সেলাই মেশিনের মাধ্যমে উপকৃত হবে। এছাড়া তাদের পরিবার আর্থিকভাবে লাভবান হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ