• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ইমরান শরীফ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার চর শ্রীরামকান্দি গ্রামে। তিনি সোহরাফ শরিফের পুত্র।

 

আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতাল তার মৃত্যু ঘটে। করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে এটি টুঙ্গিপাড়ার তৃতীয় মৃত্যু। এর আগে গত বছর করোনা আক্রান্ত হয়ে টুঙ্গিপাড়ায় আরও ৪ জন মৃত্যুবরণ করেন।

 

ইমরান শরীফের ভাগিনা রহমত উল্লাহ জানান, আমার মামা গত ৮/১০ দিন যাবত অসুস্থ ছিলেন। আমরা করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেই। তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট পেলে তাকে ২৪ তারিখে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।

 

আজ ভোর ৫ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন। তিনি নবধারা কে জানান, ইমরান শরীফ করোনা আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে তার পরিবার নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু ঘটে।

 

মৃত ‌ইমরান শরীফ ১৯৯৫ সালে জিটি স্কুল থেকে এসএসসি পাশ করার পর বিদেশে চলে যান। ফিরে এসে টুঙ্গিপাড়ার নতুন বাজারে কাঠ চেরায় মিলের ব্যবসা শুরু করেন।

 

আজ মঙ্গলবার জোহর বাদ তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানায় তার পরিবার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ