• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় খাদ্য সহায়তা পাচ্ছে করোনায় ক্ষতিগ্রস্ত ৮’শ পরিবার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ জুলাই ২০২১  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত ৮’শ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা। ইতিমধ্যে উপজেলার পাটগাতী ইউনিয়নে ২১২ ও বর্ণি ইউনিয়নে ১০৪ টি পরিবার পেয়েছে খাদ্য সহায়তা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, আধা কেজি করে চিনি ও লবণ।

রবিবার সকালে পাটগাতী ইউনিয়ন পরিষদে খাদ্য সহায়তা বিতরণের কার্যক্রম শুরু করেন সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম।
এসময় পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা সহ ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। লকডাউনের সময়ে খাদ্য সহায়তা পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।

পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের ভ্যান চালক হাসিব মোল্লা, চরপাড়া গ্রামের কৃষক জাফর শেখ, বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের কৃষক আহাদ শেখ, বর্নি গ্রামের ভ্যানচালক ফিরোজ শেখ সহ অনেকে জানান, করোনা মহামারী ও লকডাউনের কারণে তাদের আয়-রোজগার কমে গেছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলেন তারা। এমন সময় সহায়তা পাওয়া খাদ্য সামগ্রী দিয়ে কয়েকদিন তো কেটে যাবে। তাই খাদ্য সামগ্রী পেয়ে তারা খুশি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম জানান, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত মোট ৮’শ পরিবার পাবে খাদ্য সহায়তা। ইতিমধ্যে দুই ইউনিয়নে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। উপজেলার বাকি ৩ টি ইউনিয়ন ডুমুরিয়া ১৬০, গোপালপুর ১১২, কুশলী ১১২ ও পৌরসভায় ১’শ টি পরিবারকে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেয়া হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ