• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বড় বাজার গেল স্টেডিয়ামের পাশে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

গোপালগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ও পৌরসভার থেকে বাজারে নতুন ভবন সম্প্রসারন করার জন্য জেলা শহরের সবজি, মাছ মাংস ও নিত্যপণ্যর বাজার স্টেডিয়ামের পাশে খেলার মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

সকালে স্থানীয় শেখ কামাল আউটার ক্রিকেট স্টেডিয়ামে এ বাজার বসানো হয়। এর উদ্বোধন করের উপজেলা নির্বাহী কর্মকর্তামো: রাশেদুর রহমান ও ভার প্রাপ্ত পৌর মেয়র মোহাম্মদ নাজমুল হাসান নাজিম। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব কেজিএম মাহামুদসহ বড় বাজার কমিটির নেতৃবৃন্দ ও দোকান মালিকগন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কিন্তু বাজারগুলোয় সব সময় ভিড় লেগে থাকে। এখানে ঝুঁকি বেশি। শহরের বড় বাজারের সবজি, মাছ ও মাংসের দোকানের লোকসমাগম ঠেকানো যাচ্ছিল না। তাছাড়া ওই বাজারের স্থানটাও ঘিঞ্জি। এ কারণে কাঁচা বাজার খোলা মাঠে বসানো হয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকতে বলা হচ্ছে। সেজন্য বন্ধ করা হয়েছে প্রায় সব প্রতিষ্ঠান।বাজারে বসেছে দুই শতাধিক অস্থায়ী দোকান। ক্রেতারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ নাজমুল হাসান নাজিম বলেছেন ,করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বা বিচ্ছিন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই মাঠের বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করা যাচ্ছে। এতে ঝুঁকি কিছুটা হলেও কমবে। একই সাথে পৌর সভার উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে শহরে। এর অংশ হিসাবে বড় বাজার নতুন ভবন ও সম্প্রসারণ কাজ চলছে। কাজ শেষ হলে দ্রুত তাদের আবার এখানে স্থানান্তর করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ