• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে শহরে টহল দিচ্ছে বিজিবি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

গোপালগঞ্জে লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও আনসার। । সকাল থেকে জেলা শহরের প্রবেশ মুখে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। এদিকে লকডাউন বাস্তবায়নে প্রধান প্রধান সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহল দিচ্ছে শহরে । ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট । দোকান খোলা রাখায় কিছিু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে ।

নিত্যপণ্যের ও ঔষধের দোকান জরুরী সেবা ছাড়া সব ধরনের দোকানপাট ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাস্ক পরিধানে জনসাধরণকে সচেতন করছে প্রশাসন। বীনা কারণে ঘরের বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসিন উদ্দিন জানান , জনগনকে সচেতন করতে আমরা কাজ করছি। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বাহিরে না আশার অনুরুধ করছি। তিনি আরও জানান, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যাতে সাধারণ মানুষ মেনে চলেন এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
তবে অনেকে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাট খুলছে। বিনা কারনে অনেকে বাহিরে আসছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ