• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ পুলিশ সুপারের কাছে অক্সিজেন সিলিন্ডার প্রদান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

করোনার বিস্তার রোধে গোপালগঞ্জ পুলিশ সুপারের কাছে বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডারএবং চিকিৎসা সরঞ্জামাদি  প্রদান করা হয়েছে।

আজ সকালে  গোপালগঞ্জ পুলিশলাইনে রাজারবাগ পুলিশ হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. এ এস এম শহিদুল ইসলাম পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার হাতে এসব স্বাস্থ্য উপকরন তুলে দেন।

এসব চিকিৎসা সরঞ্জামাদি হল, ৬টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, হেলথ রেগুলেটর, পিপিই, মাস্ক ইত্যাদি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মো: আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, সদর থানার ওসি মনিরুল ইসলাম, সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এসময়  উপস্থিত ছিলেন।

এদিকে মানবিক উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। হাসপাতালে যে কোন সময়  অক্সিজেন সংকট দেখা দিতে পারে ।   মানবতার সংগঠনগুলোকে বিনামূল্যে অক্সিজেন দেওয়ায় প্রশংসার দাবি রাখেন ।বিনা কারনে কেউ ঘর থেকে বাহিরে না আসার অনুরোধ করেছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ