• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে কোভিডে ৩ জনের প্রাণহানি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন; উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুই জন। জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ সোমবার এই তথ্য দিয়েছেন।

ডা. সুজাত জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। এদের মধ্যে সদর উপজেলায় এক জন ও মুকসুদপুর উপজেলায় দুই জন রয়েছেন।

এদিকে, উপসর্গ নিয়ে সদর উপজেলায় দুই জনের মারা যাওয়ার খবর দিয়েছেন করপাড়া ইউপি চেয়ারম্যান সিকদার আবু সুফিয়ান। 

আবু সুফিয়ান জানান, রোববার দুপুরে বনগ্রামে করেনার উপসর্গে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা মালেক চৌধুরী (৭০), শনিবার রাতে বলাকইড় গ্রামের নজরুল ইসলাম (৭০) মারা গেছেন। 

সুফিয়ান জানান, নজরুল ইসলাম খুলনা বিআইডব্লিউটিসিতে চাকরি করতেন। করোনার উপসর্গ নিয়ে তিনি কর্মস্থল খুলনা থেকে বৃহস্পতিবার গোপালগঞ্জের বলাকইড় গ্রামের বাড়িতে আসেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ