• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় মসজিদে গিয়ে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন ওসি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রতিটি গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। হ্যান্ডশেক করা ও কাছাকাছি আসা এড়িয়ে চলুন।

ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন ও সামাজিক দূরত্ব মেনে ভিড় এড়িয়ে চলুন। নিয়মিত ফল ও পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলেই করোনার সংক্রমণ থেকে রক্ষা পাবেন। এছাড়া করোনা মোকাবেলায় মাস্ক পড়া ছাড়া কোন বিকল্প রাস্তা নেই। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।

শুক্রবার দুপুরে পাটগাতী পূর্বপাড়া জামে মসজিদে জুমা’র নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে এ কথা বলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম।

করোনা মহামারীতে মানুষকে ঘরে রাখতে  ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের দিক নির্দেশনায় ও গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার তত্ত্বাবধানে দিনরাত কাজ করছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় প্রতি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে করোনা মহামারী পরিস্থিতিতে করনীয় ও বর্জনীয় বিষয়াদি সম্পর্কে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন ওসি এএফএম নাসিম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ